সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ক্রিকল্যান্ড মিনোক্সিডিল ব্যাবহার এর নিয়ম

 > ব্যবহারবিধি?

- প্রথমে মুখ পরিষ্কার পানি ধুয়ে ও শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে।

- ড্রপার/স্প্রে দিয়ে ১ মি. লি. Minoxidil 5% নিয়ে মুখের যেখানে দাড়ি থাকে সাধারণত, সে সব স্থানে লাগাতে হবে। যাতে পুরো চেহারার সম্ভাব্য দাড়ি গজানোর জায়গা গুলোতে লাগে। 





- দিনে দুবার (সকালে এবং রাতে) ১ মি. লি. পরিমাণ প্রত্যেকবার ড্রপার দিয়ে লাগাতে হবে, প্রত্যেকবার ৪ ঘণ্টা রাখতে হবে। 

-স্প্রে দিয়ে ব্যবহার করলে প্রতিবার ৮-১০ টি স্প্রে করতে হবে। 

-ব্যবহার করার সাথে সাথে বোতল বন্ধ করে ফেলতে হবে ও হাত ভালো ভাবে ধুয়ে নিতে হবে।

-শুকানোর আগে সরাসরি ফ্যানের বাতাস লাগাবেন না।

-ব্যবহার করার ৪ ঘন্টার ভিতর সরাসরি রোদে যাবেন না।

- ৪ ঘণ্টা রাখার পর আবার পরিষ্কার পানি দিয়ে আলতো করে ধুয়ে ফেলতে হবে। 

-ক্ষারযুক্ত সাবান দিয়ে মুখ ধোয়া যাবে না,ভালো মানের ফেইস ওয়াশ ব্যবহার করতে হবে।

- এভাবে দিনে ১ মি. লি. করে ২ বারে ২ মি. লি. লাগাতে হবে। 

- যদি হালকা দাড়ি থাকে তা দাঁড়ি কাঁটার ট্রিমার দিয়ে ট্রিম করে তারপর লাগাতে হবে, যাতে ত্বকে ভালভাবে মিশে। কোর্স চলাকালীন সময়ে ব্লেড দিয়ে শেভ করা উচিৎ নয়।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মিনোক্সিডিল এর সাতসতের

আমাদের মাঝে অনেকেরই দিন দিন চুল পড়ে পাতলা হয়ে যাচ্ছে।ছেলেমেয়ে উভয়েই এ সমস্যার সম্মুখীন।আবার এখনকার বেশির ভাগ তরুণের মুখে একটি প্রশ্ন বয়স ত অনেক হল কিন্তু দাড়ি হচ্ছেন কেন? আজকে আমরা কয়েটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো।প্রশ্নগুলো হল:- চুল পড়ার কারণ কি? চুল পড়া বন্ধের উপায় কি? চুল পড়া কমানোর উপায় কি? চুল পড়া বন্ধের ওষুধ এর নাম কি? চুল পড়া বন্ধের শ্যাম্পু আছে কি? চাপ দাড়ি না গজানোর কারণ কি? কিভাবে মুখে দাঁড়ি উঠানো সম্ভব? দাড়ি গজানোর ওষুধ আছে কি? দাড়ি গজানোর ক্রিম এর নাম কি? চুল পড়ার করণ গুলো হল :- জিনগত বা বংশগত,অতিরিক্ত খুশকি,অতিরিক্ত শ্যাম্পু করা,কেমোথেরাপি,ব্যাক্টেরিয়া বা ছত্রাক,অতিরিক্ত ডায়েট কন্ট্রোল,ডায়াবেটিকস,হজমে সমস্যা,রক্ত সল্পতা ইত্যাদি। চাপ দাড়ি না গজানোর কারণ হল :- জিনগত বা বংশগত এবং পরুষ হরমুন টেস্টটেরন নিঃসৃত না হওয়া। বাকি প্রশ্নগুলোর উত্তর একটাই ক্লিকল্যান্ড মিনোক্সিডিল। মিনোক্সিডিল ৫ কী? মিনোক্সিডিল 5 একটি মেডিসিন যা চুল বা দাড়ি গজাতে সাহায্য করে।এছাড়াও হালকা চুল ঘন করে এবং চুল পড়া বন্ধের উপায় হিসেবে এটি ব্যাবহার

Buy Zafran Hair Growth Therapy (150ml) Bangladesh

প্রডাক্টের নামঃ- Zafran Hair Growth Therapy (150ml) আপনার কি মাথার টাক? -প্রতিদিন চুল পড়ে মাথা খালি  হয়ে যাচ্ছে? -চুলের গোড়া একদম নরম? -চুল পাতলা হয়ে যাচ্ছে ? -মাথায় খুসকি সমস্যা? অর্ডার করতে বা যেকোনো প্রয়োজনে কল করুন 📞 01855000033 বর্তমান মূল্যঃ- 800 প্রডাক্টের উপকারীতাঃ- ১.৩ দিনে চুল পরে যাওয়া একদম বন্ধ করে। ২.১ মাস নিয়মিত ব্যবহারে ৩ ইঞ্চি পর্যন্ত চুল লম্বা করে। ৩.২ মাস নিয়মিত ব্যবহারে নতুন চুল গজায়। জাফরান হেয়ার গ্রোথ থেরাপি তৈরি হয়েছে জাফরানের নির্জাস সহ আরো ১০টির বেশী অসাধারণ ও দুর্লভ হারবাল উপাদান দিয়ে। এর অনন্য ফর্মুলার কারনে খুব দ্রুত ও সহজেই উপাদেয় উপাদান গুলো চুল ও চুলের গোরায় ঢুকে চুল ও স্ক্যাল্প এর প্রয়োজনীয় পুষ্টি যোগায়। আমাদের চুল মুলত কেরাটিন দিয়ে গঠিত। এটি এমিনো এসিড দিয়ে তৈরি একধরনের প্রোটিন। জাফরান হেয়ার গ্রোথ থেরাপি চুলে পর্যাপ্ত এমিনো এসিড সরবরাহ করে ও ফলিকল উদ্দিপিত করে যা নতুন চুল গজাতে সাহায্য করে। এর ভেষজ উপাদানে আরো আছে আয়রন ও জিংক যা স্ক্যাল্পে অক্সিজেন প্রবাহিত করে আর নতুন টিসু তৈরি করে ও চুল পরে যাওয়া বন্ধ করে চুলকে দ

ক্যাস্টর অয়েল কি?

চুল আমাদের সৌন্দর্যের অনেক বড় একটা অংশ বহন করে। সেই চুলই যদি ক্রমাগত ঝরে গিয়ে মাথায় টাকের সৃষ্টি করে তাহলে কী আর দুঃখের সীমা থাকে! তাই চুল পড়া নিয়ে আমাদের চিন্তার অন্ত নেই। আজকের দিনে আমরা মোটামুটি সবাই এই সমস্যায় ভুগছি। চুল পড়ার নানান কারণ থাকতে পারে- এর মধ্যে রয়েছে দুশ্চিন্তা, অপর্যাপ্ত ঘুম, অতিরিক্ত কাজের চাপ, অসুস্থতা, বংশগত সমস্যা, পরিবেশের প্রভাব ইত্যাদি। এ সকল সমস্যা থেকে পরিত্রাণের জন্য ক্যাস্টর অয়েল হতে পরে অনন্য একটি উপায়। ক্যাস্টর অয়েল কি? ক্যাস্টর অয়েল, এই নামটি অনেকেই হয়তো শুনে থাকবেন। তবে বাস্তবতা হলো, এর প্রকৃত গুনাগুণ সম্পর্কে আমরা হয়তো খুব কমই জানি। তবে চলুন জেনে নিই এই তেলে কি রয়েছে। ক্যাস্টর অয়েলে রয়েছে ভিটামিন ই, মিনরেলস, প্রোটিন, এসেন্সিয়াল ফ্যাটি এসিড যা চুল পড়া রোধ করার সাথে সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে। এটি চুলের যাবতীয় সমস্যা দূর করে এর স্বাস্থ্য ফিরিয়ে আনে।ক্যাস্টর অয়েল স্ক্যাল্পে ভালো মতো ম্যাসাজ করলে এটি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। স্ক্যাল্পের রক্ত সঞ্চালন যত বাড়বে এর অবস্থা তত উন্নত হবে এবং হেয়ার ফলিকলগুলো আরও সুস্থ