> ব্যবহারবিধি?
- প্রথমে মুখ পরিষ্কার পানি ধুয়ে ও শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে।
- ড্রপার/স্প্রে দিয়ে ১ মি. লি. Minoxidil 5% নিয়ে মুখের যেখানে দাড়ি থাকে সাধারণত, সে সব স্থানে লাগাতে হবে। যাতে পুরো চেহারার সম্ভাব্য দাড়ি গজানোর জায়গা গুলোতে লাগে।
- দিনে দুবার (সকালে এবং রাতে) ১ মি. লি. পরিমাণ প্রত্যেকবার ড্রপার দিয়ে লাগাতে হবে, প্রত্যেকবার ৪ ঘণ্টা রাখতে হবে।
-স্প্রে দিয়ে ব্যবহার করলে প্রতিবার ৮-১০ টি স্প্রে করতে হবে।
-ব্যবহার করার সাথে সাথে বোতল বন্ধ করে ফেলতে হবে ও হাত ভালো ভাবে ধুয়ে নিতে হবে।
-শুকানোর আগে সরাসরি ফ্যানের বাতাস লাগাবেন না।
-ব্যবহার করার ৪ ঘন্টার ভিতর সরাসরি রোদে যাবেন না।
- ৪ ঘণ্টা রাখার পর আবার পরিষ্কার পানি দিয়ে আলতো করে ধুয়ে ফেলতে হবে।
-ক্ষারযুক্ত সাবান দিয়ে মুখ ধোয়া যাবে না,ভালো মানের ফেইস ওয়াশ ব্যবহার করতে হবে।
- এভাবে দিনে ১ মি. লি. করে ২ বারে ২ মি. লি. লাগাতে হবে।
- যদি হালকা দাড়ি থাকে তা দাঁড়ি কাঁটার ট্রিমার দিয়ে ট্রিম করে তারপর লাগাতে হবে, যাতে ত্বকে ভালভাবে মিশে। কোর্স চলাকালীন সময়ে ব্লেড দিয়ে শেভ করা উচিৎ নয়।